Pronoun Reference
- Get link
- X
- Other Apps
Level: beginner
Subject | Object | Possessive adjective | Possessive pronoun |
---|---|---|---|
I | me | my | mine |
you | you | your | yours |
he | him | his | his |
she | her | her | hers |
it | it | its | - |
we | us | our | ours |
they | them | their | theirs |
Pronoun reference:
Pro শব্দের অর্থ হল পরিবর্তে আর Noun মানে হল বা নাম । অর্থাৎ, যে word কোন Noun এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে ।
যেমনঃ Sumon is a good student.
He goes to school everyday.
উপরের Sentence দুটির প্রথমটিতে subject হিসাবে Sumon বসেছে, যেটা Noun. কিন্তু দ্বিতীয় Sentence এ Sumon এর পরিবর্তে He বসেছে । এখানে He হল Pronoun.
Pronoun কে আট (০৮) ভাগে ভাগ করা যায়।
1.Personal Pronoun
2.Interrogative Pronoun
3.Indefinite Pronoun
4.Distributive Pronoun
5.Demonstrative Pronoun
6.Relative Pronoun
7.Reciprocal Pronoun
8.Reflexive Pronoun
1. Personal Pronoun:
কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে Pronoun ব্যবহার করা হয়, তাকে Personal Pronoun বলে ।
যেমন- Mim is a bright student.
Alif goes to college regularly.
Tarek is a university student.
Enaf likes to read poems.
The dog is barking.
It is very ferocious.
উপরের sentence গুলিতে He, She, It এরা প্রত্যেকে হল Personal pronoun.যারা যথাক্রমে Rana, Soma, এবং The dog এর পরিবর্তে ব্যবহারিত হচ্ছে।
Personal pronoun গুলোর বিভিন্ন form যথা subjective form, objective form, possessive form নিচে দেয়া হল ।
subject=object=poss
I-me-my
He-him-his
She-her-hers
You-you-your
We-us-our
They-them-their
Rules-1> কোন জড় পদার্থ বা ধারনার পরিবর্তে it বসে ।
Example: Here is your pen; take it.
Rules-2>পুরুষ বা মহিলা হিসেবে চিহ্নিত করা যায় না এ ধরনের প্রাণীর ক্ষেত্রে it বসে ।
Example: This is a dog. it is faithful animal.
Rules-3>ছোট শিশুর পরিবর্তে it বসে ।
Example: I have a child. It is fine.
Rules-4>পূবে উল্লিখিত কোন বিবৃতির পরিবর্তে it বসে ।
Example: Kabir Hossain told a story and he knew it goodly.
Rules-5> কোন Noun বা Pronoun কে জোর দিয়ে উল্লেখ করতে বা গুরুত্ব প্রদানের জন্য it বসে ।
Example:It is Shawan who is brother.
Rules-6> Impersonal verb এর subject হিসেবে it ব্যবহৃত হয় ।
Example:It is raining.
Ruse-7> সময় বা আবহাওয়া নির্দেশ করতে it ব্যবহৃত হয় ।
Example: It is 5 o'clock
It is winter season.
Rules-8> Verb 'to be' এর পরে real subject থাকলে এর পূর্বে Provisional subject হিসেবে it ব্যবহৃত হয় ।
Example: It is easy to go there.
2. Interrogative Pronoun
যে Pronoun দ্বারা কোন প্রশ্ন করা বোঝায় তাকে Interrogative Pronoun বলে ।
যেমন-
What is your name?
Who is he?
Which do you want?
উপরের ৩ টি sentence এ what, who which হল Interrogative Pronoun .
Sentence এর শুরুতে Who, Which, What থাকলে এবং তার পর কোন noun না থাকলে সেটা Interrogative Pronoun হবে, কিন্তু Who, Which, What এর পর যদি কোন Noun থাকে তাহলে সেটা Interrogative adjective হবে ।
যেমন-
What class do you read in ?
Which book does he want?
উপরের ২ টি sentence এ what, which হল Interrogative adjective. কারন what এবং which এর পর ২ টি noun যথাক্রমে class এবং book আছে । যেহেতু noun এর আগে বসলে সেটা adjective ধরা হয়, তাই উপরের sentence দুটিতে what এবং which হল Interrogative adjective.
Rules-9> Person বা ব্যক্তি বোঝাতে Who=কে বা কারা.Whom= কাকে Whose= কার বা কাদের ব্যবহৃত হয়।
Example:Who are you?Whose is this pen?
3. Demonstrative Pronoun.
‘Demonstrative’ শব্দের অর্থ হল নির্দেশক । যে Pronoun কোন noun কে নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে । This, These, That, Those, Such হল Demonstrative Pronoun
This is our college.
(This হল Demonstrative Pronoun ,কারন সেটা college এই noun টাকে নির্দেশ করছে । )
These are my books.
(These হল Demonstrative Pronoun , কারন সেটা books এই noun গুলোকে নির্দেশ করছে । )
That is your laptop.
(That হল Demonstrative Pronoun ,কারন সেটা laptop এই noun টাকে নির্দেশ করছে )
Those are your cloths.
(Those হল Demonstrative Pronoun , কারন সেটা cloths এই noun গুলোকে নির্দেশ করছে )
He made a mistake. Such was not his intention.
(Such হল Demonstrative Pronoun , কারন সেটা mistake এই noun টাকে নির্দেশ করছে )
তবে………
This, These, That, Those, Such এর পর যদি কোন Noun থাকে তাহলে সেটা Demonstrative Pronoun না হয়ে Demonstrative adjective হবে।
যেমন—
This book is mine.
( উপরের Sentence এ This হল Demonstrative adjective, কারন This এর পর book একটা Noun. এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )
These books are costly.
( উপরের Sentence এ These হল Demonstrative adjective, কারন These এর পর books হল Noun. এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )
That Car was white.
( উপরের Sentence এ That হল Demonstrative adjective, কারন That এর পর Car একটা Noun. এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )
Those pens were not good.
( উপরের Sentence এ Those হল Demonstrative adjective, কারন Those এর পর pens একটা Noun. এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )
Such Behavior is not praiseworthy to any one.
( উপরের Sentence এ Such হল Demonstrative adjective, কারন Suchএর পর behavior বা আচরণ শব্দটা একটা Noun. এবং আমরা জানি যে noun এর আগে অন্য কোন শব্দ থাকলে সেটা adjective হয় )
আবার …..
একই Noun এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য singular noun এর ক্ষেত্রে that এবং plural noun এর ক্ষেত্রে those ব্যবহারিত হয় ।
যেমন-
The roads of Dhaka are better than Rajshahi
ঊপরের sentence টির অর্থ হল “ ঢাকার রাস্তাঘাট রাজশাহীর চেয়ে ভাল ।
সত্যি কি তাই, নাকি বলা উচিত ছিল যে “ঢাকার রাস্তাঘাট রাজশাহীর রাস্তাঘাটের চেয়ে ভাল”
তাহলে Sentence টি এভাবে লিখতে হত,
যথা- “The roads of Dhaka are better than the roads of Rajshahi”.
কিন্তু বার বার একই Noun অর্থাৎ roads এই noun টার পুনরাবৃত্তি এড়ানোর জন্য ( roads) এই plural noun টার ক্ষেত্রে those ব্যবহার করে বাক্য টিকে নিচের মত করে লিখতে হবে।
“ The roads of Dhaka are better than those of Rajshahi”.
আরও লক্ষ্য করি…….
Incorrect: The weather of Khulna is better than Dhaka.
The weather of Khulna is better than those of Dhaka.
Correct: The weather of Khulna is better than that of Dhaka.
(যেহেতু weather হল singular, তাই those ব্যবহার না করে that ব্যবহার করতে হবে)
Incorrect: The buildings of Dhaka are bigger than Rajshahi.
The buildings of Dhaka are bigger than that of Rajshahi.
Correct: The buildings of Dhaka are bigger than those of Rajshahi.
(যেহেতু buildings হল plural, তাই that ব্যবহার না করে those ব্যবহার করতে হবে)
Incorrect: The people of Japan are more industrious than Bangladesh.
The people of Japan are more industrious than that of Bangladesh.
Correct: The people of Japan are more industrious than those of Bangladesh.
(যেহেতু people হল plural, তাই that ব্যবহার না করে those ব্যবহার করতে হবে)
Rules-10> কোন বিষয়কে নির্দিষ্ট বা ইশারা করে বোঝাতে Demonstrative pronoun(this, that,these,those ব্যবহৃত হয় ।
Example:This is a book. That is my pen.
4.Reflexive Pronoun.
Reflexive pronoun হল objective form এ ব্যবহারিত কোন Pronoun।
যার মধ্যে Subject এর অর্থ প্রতিফলিত হয় এবং বাক্যে Subject কোন কাজ করলে সেটা Subject এর দিকেই ফিরে যায় ।
himself, herself, myself, yourself, themselves প্রভৃতি হল Reflexive pronoun.
নিচের বাক্যটি লক্ষ্য করি:
He killed himself.
উপরের বাক্যে ‘himself’ একটা Pronoun, যার মধ্যে Subject ( He) এর প্রতিফলন আছে, এবং Subject (He) যে কাজ ( kill) করে সেটা তার নিজের দিকে ফিরে যায়, অর্থাৎ সে (He) নিজেই নিজেকে খুন (Kill) করে । তাহলে ‘himself’ হল Reflexive Pronoun.
এমনিভাবে……
She hurt herself. (সে নিজেই নিজেকে আঘাত করলো)
They killed themselves. ( তারা নিজেরা নিজেদের হত্যা করেছিল)
I fan myself. ( আমি নিজে নিজেকে বাতাস করলাম)
উপরের বাক্যে যথাক্রমে herself, themselves, myself হচ্ছে Reflexive Pronou
Rules-11> কর্তা ও কর্ম এক হলে Reflexive Pronoun হয় ।
Example: I enjoyed the play myself.
Rules-12> কর্তা কারো সাহায্য ছাড়া নিজেই কাজ করছে , ইহা জোর দেয়ার জন্য Emphatic Pronoun ব্যবহৃত হয় ।
এগুলো Subject বা Object- এর পরে বসে ।
Example:I myself saw him.
Rules-13> কর্তা একাই কাজ করছে, এরূপ বোঝাতে Reflexive Pronoun-এর পূর্বে by বসে ।
Example:Tanjila did the work by herself.
Rules-14>কিছু Verb যেমন- avail,absent,exert,pride ইত্যাদি Reflexive Pronoun-কে object রূপে গ্রহন করে ।
Example:They should avail thenselves of the golden offer.
5.Indefinite Pronoun
Indefinite মানে হল অনির্দিষ্ট । যে সব Pronoun অনির্দিষ্ট কোন noun এর পরিবর্তে ব্যবহারিত হয় তাকে Indefinite pronoun বলে ।
যেমন- Some, None, Any, Many, One etc.
Some are playing football.
(Some মানে কয়েকজন, কিন্তু কতজন তা বোঝা যাচ্ছে না । অর্থাৎ অনির্দিষ্ট । তাই Some হল Indefinite Pronoun)
Many can do this.
(Many মানে অনেকজন, কিন্তু কতজন তা বোঝা যাচ্ছে না । অর্থাৎ অনির্দিষ্ট । তাই Many হল Indefinite Pronoun)
Any of them will be selected.
(Any মানে যে কেও, কিন্তু সেটা কে, তা বোঝা যাচ্ছে না । অর্থাৎ অনির্দিষ্ট । তাই Any হল Indefinite Pronoun)
One should do one’s duty. (প্রত্যেকের উচিত তার নিজের দায়িত্ব পালন করা । One মানে প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট ভাবে কেউ নয় । তাহলে One হল Indefinite pronoun)
উপরের Sentence গুলিতে Some, Many, Any, One হল Indefinite Pronoun. কারন এগুলো দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, বরং অনির্দিষ্ট ভাবে কোন Pronoun কে বোঝাচ্ছে
লক্ষ্য করি—
One যুক্ত কোন Sentence এ possessive case one’s হয় ।
যেমন-
One should not waste one’s time.
One Should respect one’s parents.
কিন্তু —–
One of + plural noun—এরকম থাকলে possessive case এ one’s না হয়ে his/her হয় ।
যেমন-
Incorrect: One of my friends has done one’s/their duty.
Correct: One of my friends has done his/her duty.
Incorrect: One of the students has completed one’s/their homework.
Correct: One of the students has completed his/her homework.
আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে, One of এর পর noun এর plural form বসে, কিন্তু singular verb ব্যবহারিত হয় ।
যেমন-
Incorrect: One of my friend is a lawyer./ One of my friends are lawyer.
Correct: One of my friends is a lawyer.
Incorrect: One of the boy has done it./ One of the boys have done it.
Correct: One of the boys has done it.
Incorrect: Runa is one of my sister.
Correct: Runa is one of my sisters.
Ruse-14> সাধারণত অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে Indefinite Pronoun ব্যবহার করি।
Example:One should do one's duty.
6.Distributive Pronoun.
‘Distribute’ শব্দের অর্থ হল ভাগ করা বা বিতরণ করে দেয়া ।
Distributive Pronoun অনেক গুলো noun বা pronoun এর মধ্যে একটি noun বা Pronoun কে আলাদা করে বোঝায় । Each, None, Either, Neither প্রভৃতি হল Distributive Pronoun .
মনে রাখতে হবে যে Distributive Pronoun গুলো Singular হয় ।
উদাহরন-
Incorrect: Each of the students are meritorious.
Correct: Each of the students is meritorious.
( ঊপরের sentence এ Each হল Distributive pronoun. কারন অনেক গুলো Students এর মধ্যে প্রতি একজন কে আলাদা আলাদা করে বোঝাচ্ছে । এবং Distributive Pronoun singular হওয়ার কারনে singular verb ‘is’ বসেছে । )
Incorrect: Either of the two boys have played well.
Correct: Either of the two boys has played well.
( ঊপরের sentence এ Either হল Distributive pronoun. কারন দুজন boys এর মধ্যে প্রতি একজন কে আলাদা আলাদা করে বোঝাচ্ছে । এবং Distributive Pronoun singular হওয়ার কারনে singular verb ‘has’ বসেছে । )
Incorrect: None of the snakes are poisonous.
Correct: None of the snakes is poisonous.
( ঊপরের sentence এ None হল Distributive pronoun. কারন অনেক গুলো Snakes এর মধ্যে প্রতি একটা কে আলাদা আলাদা করে বোঝাচ্ছে । এবং Distributive Pronoun singular হওয়ার কারনে singular verb ‘is’ বসেছে । )
Incorrect: He had two computers. Neither are good.
Correct: He had two computers. Neither is good.
( ঊপরের sentence এ Neither হল Distributive pronoun. কারন দুইটা Computers এর মধ্যে প্রতি একটা কে আলাদা আলাদা করে বোঝাচ্ছে । এবং Distributive Pronoun singular হওয়ার কারনে singular verb ‘is’ বসেছে।)
7.Relative Pronoun
যে সব Pronoun দুটো বাক্য কে যুক্ত করে বা দুটো বাক্যের মধ্যে relation বা সম্পর্ক তৈরি করে এবং তার আগের কোন Noun কে নির্দেশ করে তাকে Relative pronoun বলে । who, which, what, that হল relative pronoun.
I saw the boy. The boy was crying.
উপরের বাক্য টাকে relative pronoun ব্যবহার করে নিচের মত করে লেখা যায় ।
I saw the boy who was crying.
এই বাক্যে who হচ্ছে relative pronoun. কারন এটা ( who) তার আগের noun (boy) টাকে নির্দেশ করছে এবং I saw the boy এবং The boy was crying, এই বাক্য দুটো কে যুক্ত করেছে ।
She bought a camera. The camera was beautiful.
উপরের বাক্য টাকে relative pronoun ব্যবহার করে নিচের মত করে লেখা যায় ।
She bought a camera which was beautiful.
এই বাক্যে which হচ্ছে relative pronoun. কারন এটা ( which) তার আগের noun (camera) টাকে নির্দেশ করছে এবং She bought a camera এবং The camera was beautiful, এই বাক্য দুটো কে যুক্ত করেছে ।
I know the matter. The matter was secret.
উপরের বাক্য টাকে relative pronoun ব্যবহার করে নিচের মত করে লেখা যায় ।
I know the matter what was secret.
এই বাক্যে what হচ্ছে relative pronoun. কারন এটা ( what) তার আগের noun (matter) টাকে নির্দেশ করছে এবং I know the matter এবং The matter was secret, এই বাক্য দুটো কে যুক্ত করেছে ।
Who এর ব্যবহার —–
Who ব্যবহার করা হয় কোন ব্যক্তিকে নির্দেশ করতে ।
I knew the man. The man died yesterday.
Relative pronoun ‘who’ ব্যবহার করে পাই–
I knew the man who died yesterday.
She respects the man. The man is very honest.
Relative pronoun ‘who’ ব্যবহার করে পাই–
She respects the man who is very honest.
Which এর ব্যবহার —–
Which ব্যবহার করা হয় কোন প্রানী , জড় বস্তু , এবং শিশুকে নির্দেশ করতে ।
We bought a cow. The cow was red.
Relative pronoun ‘which’ ব্যবহার করে পাই–
We bought a cow which was red.
He killed a snake. The snake was very poisonous.
Relative pronoun ‘which’ ব্যবহার করে পাই–
He killed a snake which was very poisonous.
I lost my mobile phone. The mobile phone was very costly.
Relative pronoun ‘which’ ব্যবহার করে পাই–
I lost my mobile phone which was very costly.
What এর ব্যবহার —–
What ব্যবহার করা হয় কোন বিষয় কে নির্দেশ করতে।
I knew the matter. The matter was secret.
Relative pronoun ‘what’ ব্যবহার করে পাই–
I knew the matter what was secret.
That এর ব্যবহার —–
That ব্যবহার করা হয় কোন ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করতে ।
I bought a table. It is very costly.
Relative pronoun ‘that’ ব্যবহার করে পাই—
I bought a table that is very costly.
8.Reciprocal Pronoun
‘Reciprocal’ শব্দের অর্থ হল ‘পরস্পর ক্রিয়াশীল’ । একাধিক Pronoun এর একে অন্যজনের উপর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝানো কে Reciprocal Pronoun বলে ।
যেমন-
They two friends love each other. ( দুই বন্ধু একজন আরেকজনকে ভালবাসে )
ঊপরের বাক্যটিতে দুজন বন্ধুর কথা বলা হচ্ছে যারা একজন আরেকজন কে ভালবাসে । অর্থাৎ তারা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া শীল । তাহলে বলা যায় যে উপরের বাক্যে each other হল একটি Reciprocal Pronoun .
আবার ……………….
The five members of the family love one another.
( পরিবারের ৫ জন সদস্য একজন আরেকজন কে ভালবাসে )
ঊপরের বাক্যটিতে ৫ জন সদস্যের কথা বলা হচ্ছে যারা একজন আরেকজন কে ভালবাসে । অর্থাৎ তারা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া শীল । তাহলে বলা যায় যে উপরের বাক্যে One another হল একটি Reciprocal Pronoun .
মনে রাখতে হবে যে —–
দুজন ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাতে – Each other
দুই এর অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাতে – One another
Incorrect: The two boys always help one another.
Correct: The two boys always help each other.
(উপরের বাক্যে দুজন ব্যক্তির মধ্যে বোঝাচ্ছে তাই each other.)
Incorrect: The seven leaders of the party respect each other.
Correct: The seven leaders of the party respect One another.
(উপরের বাক্যে সাতজন ব্যক্তির মধ্যে বোঝাচ্ছে তাই one another.)
Pronoun References:
EXERCISE ON PRONOUN REFERENCES
1. Identify the unclear pronoun references in the following paragraph. Where necessary, rewrite the sentences so that all the pronoun references are clear: 1x5=5
At the Writing Centre, you can receive help on any writing assignment. It can make your writing stronger by discussing it with someone else. This will lead to a greater understanding of the proper mechanics and style expected in academic writing. This is an important part of the writing process, and they spend a good deal of time making sure you understand the expectations of written assignments. Using it will definitely make your writing skills stronger, and that will give you greater confidence for your assignment.
Answer: At the Writing Centre, one can receive help on any writing assignment. It can make your writing stronger by discussing it with someone else. The discussions will lead to a greater understanding of the proper mechanics and style expected in academic writing. This understanding is an important part of the writing process, and the tutors spend a good deal of time making sure you understand the expectations of written assignments. Using the Writing Centre will definitely make your writing skills stronger, and that will give you greater confidence for your assignment.
- Get link
- X
- Other Apps
Very Informative , sir.
ReplyDeleteVery Informative , sir.
ReplyDeleteVery Informative , sir.
ReplyDelete